মাটির ম্যাজিক
“একমাত্র ম্যাজিক উপাদান যা মৃত্যুকে জীবনে পরিণত করে।”
– সদগুরু
"মাটিকে বাঁচান" আন্দোলনটি মাটির ম্যাজিক জীবিত রাখার জন্য সমগ্র মানবজাতিকে একজোট করে।
মাটিকে বাঁচানোর বিষয়ে এই তথ্যচিত্রটি দেখুন
কিন্তু...
মাটি ঠিক কী এবং এটা কী করে?
আসুন নিচের কুইজ এর মাধ্যমে অনুসন্ধান করে দেখি
প্রশ্ন 1 / 6
মাটি হল ______
মাটি আমাদের জীবনের ভিত্তি। কিন্তু...
কৃষিকাজ, অরণ্যবিনাশ এবং অন্যান্য কারণের জন্য উদ্বেগজনক হারে উপরের স্তরের মাটি ক্ষয় হচ্ছে। বিশ্বব্যাপী, ৫২% কৃষি জমি ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত হয়েছে। গ্রহটি সংকটে রয়েছে। যদি মাটির ক্ষয়ক্ষতির বর্তমান হার অব্যাহত থাকে তবে এটি জীবনের শেষ হবে যেমনটি আমরা জানি।
খুব বেশি ক্ষয়প্রাপ্ত
ক্ষয়প্রাপ্ত
স্থিতিশীল
গাছপালাহীন
আমাদের গ্রহটি সংকটে
খাদ্য সংকট
২০ বছরের মধ্যে, ৯৩০ কোটি মানুষের জন্য ৪০% কম খাদ্য উৎপাদনের আশঙ্কা করা হচ্ছে।
অনুর্বর মাটি পৌষ্টিক গুণের ঘাটতির কারণ। আজকের শাক-সবজি ও ফলে ইতিমধ্যেই পৌষ্টিকপদার্থ ৯০% কম পাওয়া যায়।
২০০ কোটি মানুষ পুষ্টির অভাবে ভুগছেন এবং ফলত বহু রোগে আক্রান্ত হচ্ছেন।
জল সংকট
ক্ষয়প্রাপ্ত মাটি জল প্রবাহকে শোষণ এবং নিয়ন্ত্রণ করতে পারে না।
জল ধারণ ক্ষমতার অভাবের জন্য জলের অভাব, ক্ষরা এবং বন্যা ঘটে।
জৈব পদার্থ তার নিজের ওজনের প্রায় ৯০% জল ধরে রাখতে পারে আর সময়ের সাথে সাথে ধীরে ধীরে তা নিঃসৃত করে। খরা প্রবণ এলাকাতে এটি এক বিরাট সহায়তা।
জীববৈচিত্র্য হ্রাস পাওয়া
বিজ্ঞানীরা বলছেন যে বাসস্থান হারানোর কারণে প্রতি বছর প্রায় ২৭০০০ প্রজাতির প্রাণ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
সংকট এমন চূড়ায় পৌঁছেছে যেখানে ৮০% পোকামাকড়ের জীবসমষ্টি হারিয়ে গেছে।
জীববৈচিত্র্যের হ্রাস মাটির আবাসকে বিপর্যস্ত করে মাটির পুনরুজ্জীবন রোধ করে।
জলবায়ু পরিবর্তন
মাটিতে সঞ্চিত কার্বনের পরিমাণ জীবিত গাছপালাতে সঞ্চিত কার্বনের ৩ গুণ, এবং বায়ুমণ্ডলে সঞ্চিত কার্বনের ২ গুণ, অর্থাৎ কার্বনের পৃথকীকরণের জন্য মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি পৃথিবীর মাটিকে পুনরুজ্জীবিত না করা হয় তবে তা পরিমণ্ডলে ৮৫০ বিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করতে পারে যার পরিমান সমগ্র মানবজাতির গত ৩০ বছরের মোট নিঃসরণের চাইতেও বেশি এবং যা জলবায়ু পরিবর্তনে অনুঘটকের কাজ করবে।
জীবিকা নাশ
মাটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে হাজার হাজার কৃষকেরা আত্মহত্যা করছেন।
ভূমিক্ষয় সারা বিশ্বে দরিদ্র জনসংখ্যার ৭৪% কে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে।
অনুমান করা হচ্ছে যে মাটির বিলুপ্তির কারণে বিশ্বকে প্রতি বছর ১০.৬ ট্রিলিয়ন ডলার মূল্য ব্যয় করতে হয়।
সংঘর্ষ ও স্থানান্তরীকরণ
জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য ও জলের সংকট ২০৫০ সালের এর মধ্যে ১০০ কোটিরও বেশি মানুষের অন্য অঞ্চলে বা দেশে স্থানান্তরীকরণ ঘটাতে পারে।
১৯৯০ সাল থেকে শুরু করে আফ্রিকাতে ঘটা মুখ্য যুদ্ধ-সংঘর্ষের ৯০% -এর বেশি ক্ষেত্রে ভূমিক্ষয়ের এক তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।
ফরাসি বিপ্লব থেকে শুরু করে আরব স্প্রিং, গণবিরোধিতার / প্রতিবাদী আন্দোলনের অন্যতম কারণ হিসেবে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিকে দর্শানো হয়েছে।
মাটি: একটি সামগ্রিক সমাধান
কিছু মাত্রায় বা আকারে, প্রায় প্রতিটি বড় বাস্তুসংস্থানগত সংকটই হল একটি পরিণতি অথবা মাটির অবক্ষয়ের লক্ষণ। একইভাবে, প্রায় প্রতিটি পরিবেশগত বা পরিবেশ-সম্পর্কিত সমস্যার সমাধান স্বাস্থ্যকর মাটি তৈরি করে করা যেতে পারে।
প্রকৃতপক্ষে, এটা ভাবা একটি ভ্রান্তি যে আমরা আমাদের পরিবেশের যে কোনও একটি দিককে সম্পূর্ণভাবে সম্বোধন না করেই সম্বোধন করতে পারি, কারণবাস্তুতন্ত্রের কোন দিক বিচ্ছিন্নভাবে কাজ করে না। কোন সমাধান সম্পূর্ণ হয় না যতক্ষণ না আমরা এ বিষয়ে সচেতন হয়ে উঠি যে জীবন একটি একক জটিল ঘটনা, যার সবই একত্রে ঘটছে। অনেক উপায়ে, মাটি হল অন্তর্নিহিত প্ল্যাটফর্ম যার উপর জীবন উৎপন্ন হয়। আমরা যদি মাটি ঠিক করি, তাহলে আমাদের পুরোটা ঠিক করার সবচেয়ে ভালো সুযোগ আছে।
বিশেষজ্ঞরা কী বলছেন?
বিজ্ঞান যা বলে?
এস ও এস - মাটিকে বাঁচান?
মাটির ব্যবস্থাপনা
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
জীববৈচিত্র্য
গোটা বিশ্বে প্রতি বছর প্রায় ২৪ বিলিয়ন টন উর্বর মাটি এবং ২৭,০০০ জৈব-প্রজাতি হারিয়ে যাচ্ছে
জাতিসংঘের রিপোর্ট: বিশ্বের খামারগুলি 'একটি সহনসীমা' পর্যন্ত প্রসারিত হয়েছে
জলবায়ু পরিবর্তন
বিশ্বের জলবায়ু-চাপগ্রস্ত এবং দূষণ-অবক্ষয়কারী কৃষি এবং কৃষি ব্যবস্থাকে খাদ্যের জন্য টেকসই এবং দীর্ঘ মেয়াদী কৃষিচর্চায দ্রুত স্থানান্তর করতে হবে...
হে মাটি
মাটির সুবাস
কেন জানি আমার বেশি কোমল লাগে
ফুলের অভিনব গন্ধের চেয়েও
জীবনের শক্তি এবং সংবেদনশীলতা
যা মাটিতে রাখা আছে
আবেগের তরঙ্গ সৃষ্টি করে
এক ভিন্ন মাপের।
কোনও একজন ব্যক্তির প্রতি আবেগ নয়
আমার প্রজাতির জন্য
যারা সংবেদনহীন হয়ে পড়েছে
সব কিছুর প্রতি যা লালনপালন করে
এবং সবশেষে নিজের মধ্যে শুষে নেয়।
আমি খালি পায়ে হাঁটতে গিয়ে
এমন গভীর আবেগে
অভিভূত হয়ে যাই যে এটি বর্ণনা করা প্রায় অসম্ভব।
হে মাটি, আমার জীবন
সদগুরুর লেখা কবিতা
আসুন একে সম্ভব করে তুলি!